Stock Market Journal

হাজার কোটি টাকা লেনদেন যেন আইওয়াশ না হয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গত দুদিন ধরে আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯৬ কোটি টাকা। গত প্রায় তিন মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাজারে ১ হাজার ১৭৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমে গেছে। সিএসইর সার্বিক সূচকটি এদিন ১৩০ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম।

গত কয়েক দিন বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকায় নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবারও সক্রিয় হতে শুরু করেছেন। এ কারণে বাজারে বিনিয়োগ বাড়ছে। তাতে লেনদেনের সঙ্গে শেয়ারের দামও বাড়তে শুরু করেছে। যার ইতিবাচক প্রভাব বাজারে পড়তে শুরু করেছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি বাজারে দরপতন শুরু হয়েছিল। এতে অনেক বিনিয়োগকারী বাজার ছেড়ে যান। আবার অনেকে শেয়ার বিক্রি করে দিয়ে চুপচাপ বসে ছিলেন। কয়েক দিন ধরে শেয়ারের দাম বাড়তে শুরু করায় এসব বিনিয়োগকারীর কেউ কেউ আবার বাজারে ফিরতে শুরু করেছেন। যাঁরা শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়েছিলেন, তাঁদের অনেকে আবার বিনিয়োগ শুরু করেছেন। এ ছাড়া কারসাজির মাধ্যমে অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি ঘটানো কিছু কোম্পানির শেয়ারেও বিনিয়োগ বেড়েছে। সব মিলিয়ে বাজার তাই ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

এখন কথা হচ্ছে হাজার কোটি টাকা লেনদেন যেন আইওয়াশ না হয়, সেটি নিশ্চিত করতে হবে।