এসএমজে ডেস্ক: হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে প্রায় ২ বছর পর ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড।
কোম্পানিটির এজিএম আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের অনুষ্ঠিত হবে।এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২০১৮ সালের ঘোষিত তারিখ বহাল থাকবে। এজিএমের মাধ্যমে বিনিয়োগকারীরা ২০১৭-১৮ সমাপ্ত অর্থছরের ঘোষিত ডিভিডেন্ড বুঝে পাবে।
এর আগে, ২০১৮ সালের ১৯ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং ২২তম এজিএমের সময়সূচি চুড়ান্ত করেছিল ২৬ জানুয়ারি ২০১৯ । এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১২ ডিসেম্বর ২০১৮ কিন্তু কোম্পানিটি নির্ধারিত সময়ে এজিএম অনুষ্ঠান না করায় আইনী জটিলতা তৈরি হয়।উচ্চ আদালত শুনানির পরে এজিএম বিলম্ব হওয়ার বিষয়টি ক্ষমা করে দিয়েছে। আদালত কোম্পানিটিকে এজিএম করার অনুমতি দিয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি