Stock Market Journal

হল্টেড দুই কোম্পানি

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ২ কোম্পানির শেয়ার। কোম্পানিদুটি হলো- জি কিউ বলপেন ও এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

জি কিউ বলপেনের ১ লাখ ৬৭ হাজার ৯৯০ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৭৭ টাকা ২০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ৭০ টাকা ২০ পয়সা।

এ্যাকটিভ ফাইন কেমিক্যালসের ৩ লাখ ১৮ হাজার ৭৫৪ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ১৩ টাকা ৫০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ১২ টাকা ৫০ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/মি