ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর শেয়ার কেনার আবেদন থাকলেও লেনদেনের শেষার্ধে বিক্রেতার ঘর ছিল শূণ্য। কোম্পানিগুলো হলো:- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৩৩ হাজার ৪৮৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স লিমিটেডের ৭৪ হাজার ৩০১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানির শেয়ার সর্বশেষ ৮৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৭৭ টাকা ।
প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ হাজার ৫৭৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৭৮ টাকা ৪০ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।