Stock Market Journal

হল্টেড চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ইনটেক, এমএল ডাইং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড এয়ার।

ইনটেকের ২ লাখ ৩ হাজার ৬২৭ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ২০ টাকা ৭০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ১৮ টাকা ৯০ পয়সা।

এমএল ডাইংয়ের ১৮ হাজার ৬৩৫ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৫৯ টাকা ৪০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ৫৪ টাকা ।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১ লাখ ৭৯ হাজার ৫৪৩ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৬০ টাকা ৭০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ৫৫ টাকা ২০ পয়সা

ইউনাইটেড এয়ারের ২০ লাখ ৭ হাজার ৭১৯ টি শেযার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ১ টাকা ৫০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ১ টাকা ৪০ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

  এসএমজে/২৪/মি