বিনোদন ডেস্ক:
হলিউডের সাবেক চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। নিউ ইয়র্কে একটি আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
‘মি টু’ আন্দোলনের ঘটনায় এই প্রথম ক্ষমতাশালী কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। ২০০৬ সালে তার সহকারী মিমি হেলেইকে যৌন হয়রানি এবং ২০১৩ সালে অভিনেত্রী হতে আগ্রহী জেসিকা ম্যানকে ধর্ষণের বিরুদ্ধে ওয়েনস্টেইনের (৬৭) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আগামী ১১ মার্চ থেকে মামলার শুনানি হবে। বিচারক ওয়েনস্টেইনকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। যৌন হয়রানির অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। -রয়টার্স
এসএমজে/২৪/রা