Stock Market Journal

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: সমৃদ্ধি আসুক পুঁজিবাজারেও

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশের পঞ্চাশ বছর। নিঃসন্দেহে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন। গৌরবময় এই দিনে দেশবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি অপার শ্রদ্ধা। লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর কেটে গেল পঞ্চাশটি বছর। এর মধ্যে আমাদের অনেক সাফল্য, অনেক ত্যাগ ও সাধারণ মানুষের শ্রমে আজ বাংলাদেশ বিশ্বে স্বাধীনভাবে পরিচিত। আমরা এতে গর্ববোধ করি এবং আশা করি সামনের দিকে এই যাত্রা অব্যাহত থাকবে।

স্বাধীনতার কথা এলেই আসে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের কথা। একটি সমৃদ্ধ অর্থনীতিই পারে আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দিতে। দেশে এখন নানা ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এটি এদেশের মানুষের অর্জন। তবে এখনও অনেক পথ বাকি। অপ্রাপ্তিও রয়েছে অনেক। বিশেষ করে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম করা প্রয়োজন। আর এ কাজটি করতে হলে দেশের পুঁজিবাজারকে গড়ে তুলতে হবে বিশ্বমানের করে। যেভাবে অর্থনীতি এগিয়েছে, এখনও সেভাবে আমাদের পুঁজিবাজার সমৃদ্ধ হয়নি। এ জন্য স্বাধীনতার পঞ্চাশ বছরে দাঁড়িয়ে আমাদের একটি সমৃদ্ধ পুঁজিবাজার গঠনের শপথ নিতে হবে। সেই আশাই আমরা রাখতে চাই। একই সঙ্গে কামনা করছি দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল।