Stock Market Journal

স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা দরকার পুঁজিবাজারে

উন্নত দেশগুলোর পুঁজিবাজারের মানদণ্ডে দেশের পুঁজিবাজার অনেক ক্ষেত্রেই পিছিয়ে। এটি কোনো মহা সংকটের বিষয় নয়। কোনোকিছু জন্ম থেকেই হয় না। ধীরে  ধীরে গড়ে ওঠে। এখন কথা হচ্ছে আমাদের দেশের পুঁজিবাজার ধীরে ধীরে গড়ে উঠছে কিনা? আমরা সামনের দিকে এগোচ্ছি কিনা? এর উত্তর এক কথায় দেওয়া মুশকিল। কখনো মনে হয় এগোচ্ছি, আবার কখনো মনে হয় এগোচ্ছি না। চলমান দুনিয়ায় কোনো কিছু স্থির নয়। না এগোনোর মানে পিছিয়ে পড়ছি। এভাবেই দেখতে হবে সবকিছু।

দেশের পুঁজিবাজার নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আরও বলা হবে। এটিই অগ্রসরতার বাস্তবতা। এভাবেই একটা কিছু গড়ে ওঠে। এক্ষেতে আমরা যে বিষয়টিতে অনেক দিন ধরে জোর দিয়ে আসছে। সেটি হচ্ছে একটি সুষ্ঠু পরিকল্পনা। পুঁজিবাজার নিয়ে তিন ধরনের পরিকল্পনা থাকা প্রয়োজন। স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদি। এর ভিত্তিতে বাজার পরিচালিত হলে অনেক অসঙ্গতি দূর হতে পারে। একই সঙ্গে পুঁজিবাজার একটি শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে। এটি হতে পারে সুশাসনের দিক থেকে, ব্যবস্থপনার দিক থেকে, উন্নয়নের দিক থেকে। তা হলে পুঁজিবাজার ধীরে ধীরে আন্তর্জাতিক সমকক্ষতা অর্জন করবে বলে আমাদের বিশ্বাস।