Stock Market Journal

স্পট মার্কেটের ২৮ কোম্পানি লেনদেনের তারিখ পরিবর্তন

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানি স্পট মার্কেটে লেনদেনের  তারিখ পরিবর্তন করেছে।  কোম্পানিগুলো হলো- সোনারগাঁ টেক্সটাইল, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, অ্যারামিট সিমেন্ট, গোল্ডেন সন, বিডি থাই অ্যালুমিনিয়াম, আইটিসি, এমজেএলবিডি, ম্যারিকো বাংলাদেশ, মালেক স্পিনিং মিলস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স পিস্পনিং, বিডি অটোকার্স, দুলামিয়া কটন, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, জুট স্পিনার্স, খান ব্রাদার্স, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, আর.এন স্পিনিং, স্যালভো কেমিক্যাল, শ্যামপুর সুগার, জাহিন টেক্সটাইলএবং  জিলবাংলা সুগার মিলস লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে,অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স পিস্পনিং, বিডি অটোকার্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রেকর্ড ডেট আগামী ১৩ নভেম্বর।

সোনারগাঁ টেক্সটাইল, আইটিসি, এমজেএলবিডি, ম্যারিকো বাংলাদেশ এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের রেকর্ড ডেট ১৪ নভেম্বর।

জুট স্পিনার্সের রেকর্ড ডেট ১৮ নভেম্বর।

জাহিন টেক্সটাইলের রেকর্ড ডেট ২০ নভেম্বর।

খান ব্রাদার্স, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, রেনউইক যজ্ঞেশ্বর, আর.এন স্পিনিং, শ্যামপুর সুগার, জাহিন টেক্সটাইল এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেডের রেকর্ড ডেট ২১ নভেম্বর।

দুলামিয়া কটন, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, আর.এন স্পিনিং এবং স্যালভো কেমিকেলের রেকর্ড ডেট ২৪ নভেম্বর।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, অ্যারামিট সিমেন্ট, গোল্ডেন সন এবং বিডি থাই লিমিটেডের রেকর্ড আগামী ২৫ নভেম্বর।

এসএমজে/২৪/মি