এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
এজিএমের তথ্য ছকে দেয়া হল:
| কোম্পানির নাম | স্থান | সময় | 
| নিউ লাইন ক্লথিংস লিমিটেড | প্লট নং- ১৯৪৫ মৌচাক, কালিয়াকৈর,গাজীপুর | সকাল সাড়ে ১০টায় | 
| সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড | গুলশান ক্লাব লিমিটেড, গুলশান-২, ঢাকা | বেলা সাড়ে ১১টায় | 
| ন্যাশনাল ফিড মিল লিমিটেড | শ্রীপুর, গাজীপুর | বেলা ১১টা ৪৫ মিনিট | 
| বঙ্গজ লিমিটেড | ফ্যাক্টরি প্রাঙ্গন, চুয়াডাঙা | বেলা সাড়ে ১১টায় | 
| সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড | মেঘের ছায়া কনভেনশন সেন্টার,বাইমাইল গাজীপুর | বেলা ১১টায় | 
সূত্র: লংকাবাংলা ফাইন্যান্সিয়াল পোর্টাল
এসএমজে/২৪/ঝি