Stock Market Journal

সোনালী ব্যাংক : অর্থায়ন করবে ৫৫০০ কোটি টাকা পায়রা বন্দর উন্নয়নে

নিজস্ব প্রতিবেদন :

পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নে সাড়ে ৫৫০০ কোটি টাকা অর্থায়ন করবে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক। ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’ থেকে এ অর্থায়ন করবে ব্যাংকটি। এই তহবিল থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে এটাই হচ্ছে দেশের সর্বপ্রথম অর্থায়ন।

গতকাল  সোমবার (১৫ মার্চ) ব্যাংকটির অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও পায়রা বন্দর কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি যুক্ত হন । প্রধানমন্ত্রী এই চুক্তির আগে ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’ এর উদ্বোধন করেন। এই তহবিল থেকে ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইনেন্স ড্রেজিং’ শীর্ষক স্কিমে  এই তহবিল উদ্বোধন করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

এসএমজে/২৪/সা