Stock Market Journal

সোনালী আঁশে বিনিয়োগের ক্ষেত্রে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভু্ক্ত পাঠ খাতের কোম্পানি সোনালী আঁশের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে মনে করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে(ডিএসই)। তাই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করার বিষয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২৭ ডিসেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০১.২০ টাকায। আর ২৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাড়ায় ৬৩১.৭০ টাকায। অর্থাৎ ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৩০.৫০ টাকা বা ৫৭ শতাংশ বেড়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা