সম্প্রতি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঁচ হাজার পয়েন্টে উঠেছিল সূচক। এরপর নেমে এসেছে চার হাজারের ঘরে। যেনো এর মধ্যেই আটকে পড়েছে সূচক। তাই সূচক বিনিয়োগকারীদের আশার সীমা ছুঁতে পারেনি এখনও। এতে প্রশ্ন দেখা দিয়েছে সূচক কি এর মধ্যেই ঘুরপাক খাবে? বিশেষ করে গত প্রায় একদশকে আর্ন্তজাতিক পুঁজিবাজারের সঙ্গে তুলনা করলে দেশের পুঁজিবাজারের সূচকে মোটেই আশানুরূপ উন্নতি ঘটেনি।
দেশের অর্থনীতির সঙ্গে তুলনা করলে পুঁজিবাজারে আশানুরূর পরিবর্তনও আসেনি। এটি বিশেষভাবে চোখে পড়ার বিষয়। আধুনিক অর্থনীতিতে পুঁজিবাজার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হয় উন্নত দেশগুলোয়। কিন্তু আমাদের দেশে এখনও তেমনটি ঘটেনি। এটি কেবল পুঁজিবাজার নয় গোটা অর্থনীতির জন্য বিশেষভাবে ভাবনার বিষয়। তবে এই ভাবনায় বেশি সক্রিয় হতে হবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেই। যদিও বিএসইসি বরাবরই বলে আসছে, সূবচক বাড়া-কমার বিষয়ে তাদের করার কিছু নেই। আমরা মনে করি এই কথা আংশিক সত্য হতে পারে। পুঁজিবাজারে সঠিক পদক্ষেপ নিলে সূচকে তার প্রভাব পড়ে। তাই এখানে বিএসইসিরও অনেক কিছু করার আছে।