দেশের পুঁজিবাজারে অনেক দিন পর আবারও লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। আপাত দৃষ্টিতে বিষয়টিকে আমরা ইতিবাচক হিসেবেই দেখতে চাই। বাজারে লেনদেনের এই জোয়ার যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, এটিই কামনা। একই সঙ্গে এটি যেন বাজারের স্বাভাবিক চিত্র হয় এমন প্রত্যাশাও করি। কারণ করোনাভাইস সংক্রমণের কারণে দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেন সময় সীমিত করা হয়েছে। এই সীমিত সময়ে লেনদেনের এমন চিত্র কিছুটা হলেও আমাদের বিস্মিত করে।
গত কয়েক দিন ধরে পুঁজিবাজারে যে বিষয়টি আমাদের নজরে আসছে সেটি হচ্ছে সূচক ওঠা-নামার সঙ্গে শেয়ার দর ওঠা-নামার খুব একটা সমাজঞ্জস্য নেই। সামান্য সূচক কমতেই খুববেশি শেয়ারের দরপতন হচ্ছে। অন্যদিকে সূচক বাড়ছে অনেক পয়েন্ট কিন্তু সে হারে কোম্পানির শেয়ার দর বাড়ছে না। বিয়ষটি কিছুটা হলেও অস্বাভাবিক। গতকালের বাজারে সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। কিন্তু অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে। এতে কোথাও একটা গোলমাল হওয়ার আশঙ্কা থাকে। তাই বাজারের এই বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্টদের সজাগ থাকা প্রয়োজন বলে মনে হয়।