যেকোনো ব্যবস্থাপনা দাঁড় করাতে হলে প্রথমেই সুশাসন দরকার। বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি আরও বেশি প্রয়োজন। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও এখনও সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। দুর্নীতি আর অনিয়মের কারণে অনেক ভালো উদ্যোগও মুখ থুবড়ে পড়ছে। এটি জাতি হিসেবে আমাদেরকে খুবই দুর্বল করে রাখছে। এই অবস্থায় বিশ্ববাসীর কাছে আমাদের দুর্নান ছড়িয়ে পড়ছে। কিন্তু আমাদের মানুষ মোটেই অনিয়ম করে না। কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর অনিয়মের ফলে পুরো জাতি দোষারোপের শিকার হচ্চে।
আজকে দেশের অর্থনীতি আকারে বড় হয়েছে। এটি এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কারণে হয়েছে। কিন্তু এক শ্রেণীর লোক বিষয়টি ভুলে যায়। এ কারণে দেশের উন্নয়ন ব্যাহত হয়। বর্তমানে পুঁজিবাজারের অবস্থাও একই রকম। এখানে সুশাসনের অভাব তীব্র। অনিয়মের বেড়াজালে পুঁজিবাজার আটকে পড়েছে। কতিপয় চক্রের কারণে পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আতঙ্কিত হয়ে লোকসানে শেয়ার বিক্রি করে অনেকে বাজার থেকে দূরে সরে যাচ্ছেন। এটি আমাদের পুঁজিবাজারের জন্য অশনি সংকেত। সময় থাকতে যদি সংশ্লিষ্টরা বিষয়টি না বুঝেন তা হলে পরিস্থিতির আরও খারাপ হবে।