Stock Market Journal

সুশাসন থাকলে বাড়তি সহায়তার দরকার হবে না পুঁজিবাজারে

পুঁজিবাজার বারবার সংকটে পড়বে আর বারবার সরকার সহায়তা নিয়ে হাজির হবে- এমন পুঁজিবাজার কাম্য নয়। এটি অব্যাহত থাকলে বাজারের সক্ষমতা তৈরি হবে না। পুঁজিবাজারকে নিজের খুঁটির উপরই দাঁড়াতে হবে। এর জন্য সবার আগে দরকার সুশাসন। সুশাসন থাকলে পুঁজিবাজার নিজস্ব ভিত্তির উপর ভর করেই চলতে পারবে। এর জন্য বারবার সরকারের বাড়তি  তহবিল সহায়তার দরকার হবে না।

পৃথিবীর উন্নত দেশগুলোয় এমন নজির কম। সেখানে কথায় কথায় পুঁজিবাজারের জন্য সরকারকে দায়ী করা হয় না। পুঁজিবাজারের জন্য নিদ্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। বাজার কখনো সংকটে পড়লে সেটি মোকাবেলা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই যথেষ্ট। কিন্তু আমাদের দেশে কেবল সুশাসনের অভাবেই আন্তর্জাতিক মানের পুঁজিবাজার সম্ভব হচ্ছে না। আমরা মনে করি, এক্ষেত্রে সরকারের নীতিসহায়তাই যথেষ্ট। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকার পরও অনেককিছু বাস্তবায়ন হয় না। এখানে এক ধরনের রাঘব বোয়াল রয়েছে। যারা চায় না পুঁজিবাজার সঠিকভাবে চলুক। তারা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সম্ভব হয় না।