Stock Market Journal

সুবিধাবাদী চক্রের ষড়যন্ত্রে পুঁজিবাজারে দুর্দিন

বাংলাদেশের শেয়ারবাজারে পতনের জন্য কোনো যৌক্তিক কারণ দরকার হয় না। এক শ্রেণির মানুষের দায়িত্বহীনতা আর সুবিধাবাদী চক্রের ষড়যন্ত্রই যথেষ্ট। এদেশের দুর্বল শাসন কাঠামোর ফাঁক গলে নানা রকম অপকর্ম অতীতি বহুবার হয়েছে। তাই বিনিয়োগকারীরা ভরসা রাখার জায়গা খুঁজে পান না। এর জন্য বিনিয়োগকারীদের দোষ দেওয়া যায় না। দশকের পর দশক তারা প্রতারিত হয়েও পুঁজিবাজারের সঙ্গে ছিলেন।

কিছু দুর্বলতা থাকার পরও আমাদের শেয়ারবাজার মূলত টিকিয়ে রেখেছেন বিনিয়োগকারীরা। তবে এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন পেছন ফেরার অবস্থা নেই। যেভাবে হোক পুঁজিবাজারকে স্বাভাবিক করতে না পারলে এসব বিনিয়োগকারী একেবারে নাই হয়ে যাবে। কারণ দেশের শেয়ারবাজারে একের পর এক ‘দরবেশ’ হাজির হবেন, এমন ধারণার মধ্য হয়ে বাজার অগ্রসর হতে পারে না। এখন আর অদৃশ্য শক্তির কথা বলা যাবে না। এখন অনেক কিছুই দৃশ্যমান। হাসিনা সরকার পতনের পর এসব সামনে চলে এসেছে। কারা লুটপাট করেছে, কীভাবে লুটপাট করেছে, এটি এখন অজানা নেই। তারপরও কেন পুঁজিবাজার সংশ্লিষ্টর কার্যকর কিছু করতে পারছেন না, সেটি বোধগম্য নয়।