Stock Market Journal

সুদিনের অপেক্ষায় পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

এক দশকেরও বেশি সময় ধরে সুদিনের অপেক্ষায় রয়েছেন দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। তাদের এই অপেক্ষার যেনো শেষ নেই। তারপরও অনেক বিনিয়োগকারী হাল না ছেড়ে বছরের পর বছর বাজারেক আঁকড়ে থেকেছেন। তাদের আশা, পুঁজিবাজারে একদিন আলো ছড়াবেই। পাশাপাশি দূর হবে হতাশার দিন। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও বার বার ভরসা দিয়ে আসছে একদিন বাজার ভালো হবে। গত কয়েক দিন ধরে পুঁজিবাজারে আবারো সামান্য হলেও আলোর রেখা দেখা যাচ্ছে। সূচক এবং লেনদেনে কিছুটা গতি সঞ্চার হয়েছে। এটি একটি সম্ভাবনা মাত্র। তবে এমন সম্ভাবনা আগেও দেখা দিয়ে আবার মিলিয়ে গেছে। তাই এবার যেন তেমনটি না হয়। বিশেষ করে পুঁজিবাজারকে সঠিক পথে রাখার জন্য সব চেষ্টা অব্যাহত রাখতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কারণ বাজারে বরবরই এক ধরনের চক্র কাজ করে, যাদের উদ্দেশ্যই হচ্ছে বাজার অস্থির করে ফায়দা লুটে নেওয়া। এসব চক্রকে শক্ত হাতে দমন করেই সামনে এগোতে হবে। তা হলেই কেবল পুঁজিবাজারে সুদিন আসার পথ সুগম হতে পারে।