Stock Market Journal

সার্কিট ব্রেকার ছুঁয়ে হল্টেড ৩ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর বেড়ে সার্কিট ব্রেকার ছুঁয়ে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, গ্লো্বাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৪২ শতাংশ বা ২.১০ টাকা বেড়ে সর্বশেষ ২৪.৪০ টাকায় লেনদেন হয়। এদিন কোম্পানির ২৯ লাখ ৭০ হাজার ৩৬৬টি শেয়ার ২০০১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৭ কোটি ৭ লাখ ৪২ হাজার টাকা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বা ১৯.১০ বেড়ে সর্বশেষ ২৩৭.৯০ টাকায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির ২২ হাজার ৯৭৪টি শেয়ার ১৮১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫৪ লাখ ৫ হাজার টাকা।
প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বাড়ে ৯.৮৩ শতাংশ বা ২.৩০ টাকা। এ শেয়ার সর্বশেষ ২৫.৭০ টাকায় লেনদেন হয়। কোম্পানিটির ১৫ লাখ ১৫ হাজার ৭৪৩টি শেয়ার ৯৯৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা।
এসএমজে/২৪/বা