Stock Market Journal

সাম্প্রতিক প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে ইফাদ অটোস

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের কর্তৃপক্ষ ৯ জুলাই  প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় জানায়,  কক্সবাজার সাবরাং টুরিজ্যম পার্কে জমি কেনার জন্য আবেদন করেছে কোম্পানিটি।

এবিষয়ে কর্তৃপক্ষ জানায়, ইকোনোমিক জোন অর্থরিটির (বেজা) আবেদনের প্রক্রিয়াটি খুবই প্রাথমিক পর্য ায়ে রয়েছে। শুধুমাত্র বুকিংয়ের উদ্দেশ্যে তারা এ আবেদন করেছে। এই জমিটি কোম্পানির মালিকানায় আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। এছাড়া কোম্পানি জমি পাবে এমন নিশ্চয়তাও নেই বলে জানিয়েছে ।

তারা আরোও বলেন, এমতাবস্থায় কোম্পানির প্রস্তাবিত প্রকল্পটি কবে শুরু করতে সক্ষম হবে  এই তথ্য এখন জানানো সম্ভব না। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি