এসএমজে ডেস্ক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সপ্তাহিক খাতভিত্তিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৪.২ শতাংশ অবদান রয়েছে এই খাতের। প্রকৌশল খাতে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৯ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ ব্যাংক খাত। ডিএসইর লেনদেনে অবদান রয়েছে ১৪.২ শতাংশ এবং মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৪ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ডিএসইর লেনদেনে অবদান রয়েছে ১০ শতাংশ এবং মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৮০ লাখ টাকা।
খাতভিত্তিক লেনদেনের ছক:
| খাতের নাম | ডিএসইর লেনদেনে অবদান | মোট লেনদেন | 
| প্রকৌশল | ১৪.২% | ৪১ কোটি ৯ লাখ | 
| ব্যাংক | ১৪.১% | ৪০ কোটি ৮৪লাখ | 
| ওষুধ ও রসায়ন | ১০.০% | ২৮ কোটি ৮০ লাখ | 
| সাধারন বীমা | ১০.০% | ২৮ কোটি ৭৭ লাখ | 
| জ্বালানি ও বিদ্যুৎ | ৯.১% | ২৬ কোটি ১৪ লাখ | 
| বস্ত্র | ৮.৯% | ২৫ কোটি ৬৪ লাখ | 
| সিমেন্ট | ৬.৬% | ১৯ কোটি ৫ লাখ | 
| বিবিধ | ৫.২% | ১৪ কোটি ৮৭ লাখ | 
| সিরামিক | ৩.৪% | ৯ কোটি ৮৮ লাখ | 
| খাদ্য ও আনুষাঙ্গিক | ৩.৪% | ৯ কোটি ৮২ লাখ | 
| তথ্য ও প্রযুক্তি | ৩.৩% | ৯ কোটি ৪৮ লাখ | 
| আর্থিক প্রতিষ্ঠান | ২.৭% | ৭ কোটি ৯১ লাখ | 
| জীবন বীমা | ১.৯% | ৫ কোটি ৪৮ লাখ | 
| টেলিযোগাযোগ | ১.৯% | ৫ কোটি ৪৩ লাখ | 
| পাট শিল্প | ১.৭% | ৪ কোটি ৮২ লাখ | 
| মিউচ্যুয়াল ফান্ড | ১.৪% | ৪ কোটি ৯ লাখ | 
| চামড়া শিল্প | ১.৩% | ৩ কোটি ৬৫ লাখ | 
| সেবা ও আবাসন | ০.৩% | ১ কোটি | 
| কাগজ ও মুদ্রন | ০.৩% | ১ কোটি | 
| ভ্রমন ও পর্যটন | ০.৩% | ৯৭ লাখ | 
এসএমজে/২৪/মি