Stock Market Journal

সাধারণ বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে

সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রাণ। তাদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলে পুঁজিবাজার উপকৃত হবে। একই সঙ্গে পুঁজিবাজারের পরিসরও বাড়বে। আইপিও কেন্দ্রিক সিদ্ধান্তগুলোর নিশ্চয় এমন ভাবনা রয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্র সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

সাধারণ বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন করতে হলে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজের ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। একইসঙ্গে এনআরবি বিনিয়োগকারীদের বিনিয়োগ থাকতে হবে এক লাখ টাকা। বিএসই এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক হবে বলে আশা করা যায়। গতকাল বিএসইসির ৮২৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি, সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ অভ্যাস গড়ে তোলা ও প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনে সুযোগ প্রদানের লক্ষ্যে সাধারণ বিনিয়োগকারী ও তালিকাভুক্ত সিকিউরিটিজের ন্যূনতম বিনিয়োগ সীমা ২০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা এবং এনআরবি বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগ সীমা নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।

এই সিদ্ধান্তের ফলে সুযোগসন্ধানীদের আধিপত্য কিছুটা হলেও কমবে। পাশাপাশি সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন।