সরকারের সহযোগিতার আশ্বাসের পরও বড় বড় ধস নামছে পুঁজিবাজারে। এটি খুবই হতাশাজনক। সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল একাধিকবার বলেছেন, সরকার পুঁজিবাজারের উন্নতির জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এছাড়া দেশের অর্থনীতির সার্বিক অবস্থা ভালো বলেও দাবি করেন তিনি। এরপরও পুঁজিবাজারে চলছে বড় বড় দরপতন।
পুঁজিবাজারের সাম্প্রতিক পতনকে কোনোভাবেই যুক্তির মধ্যে ফেলা যাচ্ছে না। এটি শুধুই বিনিয়োগকারীদের আস্থার সংকট? এর পেছনে কি অন্য কোনো কারণ নেই? এসব প্রশ্ন মীমাংসা হওয়া জরুরি। বিশেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বাজার কর্তৃপক্ষকে খুঁজে বের করা দরকার কী কারণে এমনটি হচ্ছে। সূচক ফের চার হাজার পয়েন্টের কাছাকাছি নেমে এসেছে। কিন্তু পতনের গতি দিন দিন বাড়ছে। এ অবস্থায় বাজারের দুর্বলতাগুলো খুঁজে বের করা প্রয়োজন। আর যদি আস্থার সংকটই কারণ হয়, তাহলে আস্থা ফেরানোর জন্যও কার্যকর ব্যবস্থা নেয়া দরকার। এভাবে চলতে থাকলে আস্থার অবশিষ্টটুকুও হারিয়ে যাবে। বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজির কিছুই থাকবে না। ফলে বাজারে আস্থা ফিরলেও তারা বিনিয়োগে সক্রিয় হতে পারবেন না।