কথায় আছে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। সময়ের কাজটি যদি সময়ে করা না হয় তা হলে পরিস্থিতি এমনই দাঁড়ায়। এক ফোঁড়ের জায়গায় দশ ফোঁড় দিলেও কাজ হয় না। দেশের পুঁজিবাজারের বেলায় এখন এমনটিই বলা চলে। অনেক ঘটনা ঘটে যাওয়ার পরও সংশ্লিষ্টদের টনক নড়ে না। এক দশকের বেশি সময় ধরে পুঁজিবাজারে যে ধরনের অস্থিরতা চলছে, এটি অনেকটাই কৃত্রিম। এখানে স্বাভাবিক ঘটনা কম। কারা এই অস্বাভাবিকতা সৃষ্টি করছে, এটি নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের জানার বাইরে নয়। তারপরও কেন এ ধরনের অস্বাভিকতা পুঁজিবাজারে বিরাজ করছে এটি ঠিক আমাদের বোধগম্য নয়।
আমরা গণমাধ্যম হিসেবে কিছু লিখতে পারি কিন্তু করতে পানি না। আমাদের করারও কথা নয়। করার জন্য নির্ধারিত লোক আছে, সংস্থা আছে। তারা করবে। কিন্তু তারা যখন সময়ের কাজটি সময়ে করেন না, তখনই ঘটে বিপত্তি। আমরা বলতে চাই, আপনারা দেশের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন। সব সময় নিজের স্বার্থ দেখবেন না। জনস্বার্থে কাজ করতে না পারলে দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। যারা মানুষের জন্য কাজ করতে পারবেন তাদেই দায়িত্ব নেওয়া উচিত। অযথা সময় ক্ষেপণ করে পুঁজিবাজারের সর্বনাশ করা ঠিক নয়।