Stock Market Journal

সব শেয়ারের একই ফেসভ্যালু কতটা যুক্তিযুক্ত?

দেশের পুঁজিবাজারে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আমাদের বারবার লিখতে হচ্ছে। পাঠকদের কাছে আমাদের দায়বোধ থেকে বলতে চাই- না লিখে আমাদের উপায় নেই। কারণ দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানদণ্ডে তুলতে হলে এসব বিষয় আমরা এড়িয়ে যেতে পারি না। তাই কিছু বিষয় নিয়ে আমাদের বারবার লিখতে হচ্ছে। এমনই একটি বিষয় হচ্ছে আমাদের পুঁজিবাজারে কোম্পানিগুলোর শেয়ারের অভিন্ন ফেসভ্যালু।

আমরা বলে আসছি, ২০ কোটি টাকা পরিশোধিত মুলধনী কোম্পানি আর ২শ কোটি টাকা পরিশোধিত মূলধনী কোম্পানির শেয়ারের ফেসভ্যালু এক হয় কী করে? কোম্পানির অবস্থা অনুযায়ী হবে শেয়ারের ফেসভ্যালু। কিন্তু সেটি হচ্ছে না। ফলে অনেক সময় ভালো-মন্দ বাছাইয়েও বিনিয়োগকারীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। এ কারণেই প্রশ্ন আসে বিষয়টি কতটা যুক্তিযুক্ত? একটি আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলার ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। এতে আখেরে পুঁজিবাজারের লাভই হবে। বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতি আমাদের প্রত্যাশা, তারা এটি ভেবে দেখবে। এতে বাজার আরো পোক্ত অবস্থানে পৌঁছুতে পারবে বলে আমাদের বিশ্বাস।