Stock Market Journal

সব শেয়ারের একই ফেসভ্যালু পুঁজিবাজারবান্ধব নয়

বক্তৃতা-বিবৃতি দিয়ে পুঁজিবাজারের উন্নতি করা যাবে না। এর জন্য দরকার সময়োচিত পদক্ষেপ। বিশেষ করে উন্নতবিশ্বের পুঁজিবাজারগুলো আমাদের সামনে উদাহরণ হিসেবে রয়েছে। আমরা সেখান থেকে শিখতে পারি, অভিজ্ঞতা অজর্ন করতে পারি। তারপর এটি কাজে লাগাতে পারি দেশের বাস্তবতা অনুযায়ী। এক্ষেত্রে অনেক সৃজনশীলতা প্রয়োজন। যারা পুঁজিবাজারের নীতিনির্ধারক তাদেরকেই এসব কাজে এগিয়ে আসতে হবে। পুঁজিবাজারে অনেক খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা দরকার। তার মধ্যে একটি বিষয় হলো সব কোম্পানির শেয়ারের অভিন্ন ফেসভ্যালু। এটি কোনো মতেই আমাদের পুঁজিবাজারের জন্য সঠিক নীতি নয়। এর পরিবর্তন প্রয়োজন।

অনেক পাঠক-বিনিয়োগকারী হয়তো মনে করতে পারেন- বিষয়টি নিয়ে আমরা বারবার লিখছি কেনো? আমাদের উত্তর হচ্ছে, বিষয়টি পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারের উন্নতি করতে হলে এটিকে এড়িয়ে যার সুযোগ নেই। তাছাড়া আমরাতো গণমাধ্যম হিসেবে লিখে যেতেই পারি। বিষয়ট সমাধান আমাদের হাতে নয়। এটি করার জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা রয়েছে। তারাই এটি করার কথা। কিন্তু বারবার লিখেও যখন কাজটি হচ্ছে না। তখন লিখে যাওয়া ছাড়া আমাদের আর করার কিছু নেই। অতীতেও অনেক বিষয়ে দীর্ঘ দিন লিখে যাওয়ার পর সুফল এসেছে। এক্ষেত্রেও আমরা ব্যাতিক্রম মনে করছি না।