Stock Market Journal

সবার আগ দরকার সুশাসন

সবার আগ দরকার পুঁজিবাজারে সুশাসন। এর অভাব হলে যে ধরনের পরিস্থিতি হতে পারে, তার মধ্যেই রয়েছে দেশের পুঁজিবাজার। এখন এই সুশাসন কীভাবে আসবে সেই পথও যেন অজানা। তাই বর্তমানে যে সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে সেটি দূর করা খুবই জটিল কাজ। আস্তে আস্তে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গত প্রায় ১৫ বছরে শেয়ারবাজারের নানা অনিয়মের জন্য অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল নিয়ন্ত্রক সংস্থার দিকে। কারণে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সবার প্রত্যাশা ছিল বিএসইসিতে বড় ধরনের পরিবর্তন আনা হবে। কিন্তু বাজারসংশ্লিষ্টদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। আবার কমিশন দায়িত্ব নেওয়ার পর শুরুতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যা পরবর্তীতে প্রশ্নের মুখে পড়ে। কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ গঠন করতে গিয়ে বারবার সিদ্ধান্ত বদল করতে হয়েছে কমিশনকে। আবার নতুন কমিশন বিএসইসির অভ্যন্তরেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। কমিশনের কর্মকর্তাদের আস্থাও পুরোপুরি অর্জনে ব্যর্থ হয় তারা। তাতে গত ছয় মাসে কমিশনের কাজে একধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এই অস্থিরতার মধ্যে বাজার স্থিতিশীল হবে এটি আশা করা যায় না। তাই আমরা বলবো আগে সুশাসন আসুক। না হলে মানুষের মন থেকে অনাস্থা দূর হবে না।