Stock Market Journal

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা

বাঙালির জীবনে সব চেয়ে বড় অর্জন স্বাধীনতা। ১৯৭১ এই দিন চির অম্লান হয়ে আছে ও থাকবে দেশবাসীর জীবনে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে এই দিনে অর্জিত হয়েছিলো বিজয়। এর জন্য ত্রিশ লাখ শহীদের আত্মদান, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি হয়েছিলো। এই বিজয় সম্ভব হয়েছিলো বলেই আজকে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ শিল্পপতি। স্বাধীনতার চেতনাবাহী পতাকা আজ উড়ছে বিশ্বের সর্বত্র। বাংলাদেশে মানচিত্র আজ বিশ্বের কাছে বীরের জন্মভূমি হিসেবে পরিচিত। তাই এর চেতনা ধারেণ করে এগিয়ে যাওয়াই জাতির পবিত্র কর্তৃব্য।

বিজয়ের পাঁচ দশকে আমাদের অর্জন কম নয়। বিশেষ করে আত্মপরিচয়ের অহংকার নিয়ে বাঙালি জাতি আজ বিশ্বদরবারে দাঁড়িয়ে আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতির ঐতিহাসিক অজর্ন আমাদের পথ দেখাবে চিরকাল। এই পথকে আলোকিত করে রাখতে সকলের দেশপ্রেম ও সততা অন্যতম শর্ত। তবে দুঃখের বিষয় হচ্ছে, মুক্তিচদ্ধ চলাকালে কতিপয় কুলাঙ্গার এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। এখনও কতপয় দুষ্টচক্র এই দেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত। দেশের টাকা লুট করে পাচারসহ অন্যায়-জুলুম অব্যাহত রয়েছে। যারা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই সাধারণ মানুষকে বঞ্চিত করে সত্যিকারের বিজয় অর্জন সম্ভব হতে পারে না। তাই আজকের দিনে আমাদের শপথ হোক মানুষের মঙ্গল ও দেশপ্রেম নিয়ে অগ্রসর হওয়া। এমন প্রত্যাশা রেখে পাঠক, বিনিয়োগকারী, পুঁজিবাজার সংশ্লিষ্টসহ দেশবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা।