দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ মে) দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো। একাধিক বিমা কোম্পানির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। বিমার দাপটেই মূল্যসূচকের মোটামুটি বড় উত্থান হয়েছে। বড় অঙ্কের লেনদেনও হয়েছে। এটিকে বলা চলে পুঁজিবাজারের জন্য ইতিবাচক বার্তা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। সেইসঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। এ বাজারে লেনদেন হওয়া একটিও বিমা কোম্পানির শেয়ার দাম কমেনি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে।
এদিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ ঊর্ধ্বমূখী প্রবণতা লেনদেনের শেষপর্যন্ত অব্যাহত থাকে।
সূচকের এ ঊর্ধ্বমূখী প্রবণতা শুরু থেকে শেষপর্যন্ত ধরে রাখতে প্রধান ভূমিকা রাখে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিমা কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ার প্রবণতাও বাড়তে থাকে।
দিনের লেনদেন শেষে ৫১টি বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে একটিও বিমা কোম্পানির শেয়ার দাম কমেনি। দাম বাড়ার তালিকায় থাকা বিমা কোম্পানিগুলোর মধ্যে ৬টির বিমার শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বাড়ে। এটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে বলে আশা করা যায়।