বড় ধরনের দরপতন চলছে পুঁজিবাজারে। তারই অংশ হিসেবে মাত্র সাত কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৬ শতাংশ বা ৪৪০ পয়েন্ট কমে গেছে। আর লেনদেন কমেছে প্রায় ৪৫ শতাংশ। কয়েক দিনের বড় ধরনের দরপতনে এ অবস্থা দাঁড়িয়েছে। আর তার বড় কারণ ক্রেতাসংকট। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৯ মে ছিল ৬ হাজার ৬৯৮ পয়েন্টের অবস্থানে।
এই সংকট কতটা কৃত্রিম আর কতটা বাস্তবসম্মত তার একটি বিশ্লেষণ হওয়া দরকার। কেনো পুঁজিবাজারে ভৌতিক আচরণ বার বার ঘটানো হচ্ছে তারও একটি কারণ অনুসন্ধান হওয়া প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রে মনে হয় অনিয়মটাই গা-সয়ে যাচ্ছে। এই ধরনের প্রবণতা অব্যাহত থাকলে বাজার স্থিতিশীল করা অসম্ভব হয়ে পড়বে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও সরকার একটি আদর্শ পুঁজিবাজারের জন্য চেষ্টা করলেও কতিপয় মহল হয়তো এটি চাইছে না। সেই মহলটিকে চিহ্নিত করা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অসম্ভব নয়। সংশ্লিষ্টদের এই বিষয়ে অধিক মনোযোগী হওয়া প্রয়োজন। এটি করার জন্য সবাইয়েকে একযোগে কাজ করতে হবে বলে আমাদের ধারণা।