এসএমজে ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। এ সময় ৩৭টি কোম্পানির ৯০ লাখ ৬২ হাজার ৫৬৫টি শেয়ার ৬৪ বার লেনদেন হয়।
সর্বোচ্চ লেনদেন হয় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৬ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, কোম্পানিটির মোট ৪ কোটি ৮৭ লাখ ৬০ হজার টাকার শেয়ার লেনদেন হয়। তৃতীয় স্থানে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির মোট ৪ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিসমূহ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমান | কোম্পানির নাম | লেনদেনের পরিমান |
মার্কেন্টাইল ব্যাংক | ৬ কোটি ২১ লাখ ৩০ হাজার | ফরচুন সুজ | ১৮ লাখ ৪০ হাজার |
ব্র্যাক ব্যাংক | ৪ কোটি ৮৭ লাখ ৬০ হজার | প্রাইম ইন্স্যুরেন্স | ১৫ লাখ ৫০ হাজার |
সুরিদ ইন্ডাস্ট্রিজ | ৪ কোটি ৩১ লাখ ২০ হাজার | মালেক স্পিনিং | ১৫ লাখ ৪০ হাজার |
খুলনা পাওয়ার | ৩ কোটি ১১ লাখ ২০ হাজার | স্টান্ডার্ড ইন্সুরেন্স | ১১ লাখ ৮০ হাজার |
পাওয়ার গ্রিড বাংলাদেশ | ৩ কোটি ১ লাখ ৩০ হাজার | আল-হাজ্ব টেক্সটাইল | ১১ লাখ ৮০ হাজার |
উত্তরা ব্যাংক | ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার | সায়হাম কটন | ৯ লাখ ৫০ হাজার |
ব্যাংক এশিয়া | ২ কোটি | সিলভা ফার্মাসিউটিক্যালস | ৮ লাখ ৭০ হাজার |
যমুনা অয়েল | ১ কোটি ৫৬ লাখ | লংকা বাংলা ফাইন্যান্স | ৭ লাখ ১০ হাজার |
গ্রামীনফোন | ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার | আইসিবি মিউচুয়াল ফান্ড ওয়ান | ৭ লাখ ১০ হাজার |
সিঙ্গার বাংলাদেশ | ১ কোটি ২২ লাখ ৫০ হাজার | ইয়াকিন পলিমার | ৬ লাখ ৭০ হাজার |
দা সিটি ব্যাংক | ৬৭ লাখ ৭০ হাজার | এশিয়া ইন্স্যুরেন্স | ৬ লাখ ৪০ হাজার |
এস.এস. স্টিল | ৬৬ লাখ ৮০ হাজার | ভিএফএস থ্রেড ডাইং | ৬ লাখ ৩০ হাজার |
এসকে ট্রিমস | ৬৫ লাখ ২০ হাজার | তসরিফা ইন্ডান্ট্রিজ | ৬ লাখ ৩০ হাজার |
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ | ৪৩ লাখ ৪০ হাজার | সোনারগাঁ টেক্সটাইল | ৬ লাখ ১০ হাজার |
বেক্সিমকো ফার্মা | ৪৭ লাখ ১০ হাজার | এটলাস ব্যাংক | ৫ লাখ ৪০ হাজার |
ম্যারিকো বাংলাদেশ | ৩৪ লাখ | ফেডারেল ইন্স্যুরেন্স | ৫ লাখ ৩০ হাজার |
বারাকা পাওয়ার | ২৫ লাখ ৫০ হাজার | কাট্টালি টেক্সটাইল | ৫ লাখ |
সোনার বাংলা ইন্স্যুরেন্স | ২৫ লাখ ১০ হাজার | স্কয়ার ফার্মা | ১ লাখ ৭০ হাজার |
কপারটেক ইন্ডাস্ট্রিজ | ১৮ লাখ ৮০ হাজার |
এসএমজে/২৪/রা