এসএমজে ডেস্ক
পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২০০ কোটি ৩১ লাখ ৭০ টাকা। এ সময় ৩১ কোম্পানির ৭ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৮৩টি শেয়ার ৮৭ বার লেনদেন হয়। সর্বোচ্চ লেনদেন হয় ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ার। মোট ১৩৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়। দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড, কোম্পানিটির মোট ২৬ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়। তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির মোট ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির বিবরণ:
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
ব্যাংক এশিয়া লিমিটেড | ১৩৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার | এস এস স্টীল লিমিটেড | ৪৭ লাখ |
রেনেটা লিমিটেড | ২৬ কোটি ৯৪ লাখ ৯০ হাজার | কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | ৪২ লাখ ২০ হাজার |
রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড | ১১ কোটি ৬০ লাখ | গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড | ৪০ লাখ |
এপেক্স ফুটওয়্যের লিমিটেড | ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার | বীকন ফার্মাসিউটিক্যালস | ৩৫ লাখ |
নাভানা সিএনজি লিমিটেড | ৩ কোটি ৮৩ লাখ | সালভো ক্যামিক্যালস্ ইন্ডাষ্ট্রিজ | ১৫ লাখ |
উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট | ১ কোটি ৯৯ লাখ | সামিত পাওয়ার লিমিটেড | ১৪ লাখ ২০ হাজার |
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি | ১ কোটি ৮৫ লাখ | জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড | ১১ লাখ ২০ হাজার |
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স | ১ কোটি ৮৩ লাখ ৮০ হাজার | ন্যাশনাল টিউবস্ লিমিটেড | ১০ লাখ ৬০ হাজার |
ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি | ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার | ফেডেরাল ইন্স্যুরেন্স লিমিটেড | ৮ লাখ |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড | ১ কোটি ৬০ লাখ | ইউনাউটেড পাওয়ার জেনারেশন | ৭ লাখ ৫০ হাজার |
প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি | ১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার | বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি | ৬ লাখ |
লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড | ১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার | রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | ৫ লাখ ৪০ হাজার |
এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ১ কোটি ১৬ লাখ | ওরিয়ন ইনফুশন লিমিটেড | ৫ লাখ ৩০ হাজার |
সাইহাম টেক্সটাইল মিলস্ লিমিটেড | ১ কোটি ৪ লাখ | এলআর গ্লোবাল বাংলাদেশ মিউুচ্যুয়াল ফান্ড | ৫ লাখ |
আই ডি এল সি ফাইন্যান্স | ৯৭ লাখ | আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড | ৫ লাখ |
খুলনা পাওয়ার কোম্পানি | ৪৭ লাখ |