এসেএমজে ডেস্ক:
পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ৩৩ কোম্পানির ১ কোটি ১৩ লাখ ৩৬ হাজার ৪১৪টি শেয়ার লেনদেন হয়।
সর্বোচ্চ লেনদেন হয় বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। মোট ১৫ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন হয়।
দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানির মোট ১৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। এ কোম্পানির মোট ৯ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল:-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
বিকন ফার্মাসিউটিক্যালসের | ১৫ কোটি ৯৭ লাখ | নর্দার্ন জুট | ৩১ লাখ |
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের | ১৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার | ইভেন্স টেক্সটাইল | ২৯ লাখ |
রেনেটা লিমিটেড | ৯ কোটি ৬৭ লাখ ২০ হাজার | ডাচবাংলা ব্যাংক | ২৮ লাখ ৫০ হাজার |
ব্র্যাক ব্যাংক | ৫ কোটি ২৩ লাখ | প্যারামাউন্ট ইন্স্যুরেন্স | ২৭ লাখ ৮০ হাজার |
বেঙ্গল উইন্ডসর | ৩ কোটি ৪৪ লাখ | পাইওনির ইন্স্যুরেন্স | ২৪ লাখ |
এসকে ট্রিমস | ১ কোটি ৮০ লাখ | ভিএফএস থ্রেড ডায়িং | ১৩ লাখ ৮০ হাজার |
প্যারামাউন্ট টেক্সটাইল | ১ কোটি ৬৭ লাখ | সিলকো ফার্মা | ৯ লাখ |
মেরিকো | ১ কোটি ৬৪ লাখ | ড্যাফোডিল কম্পিউটার | ৮ লাখ |
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স | ১ কোটি ৫১ লাখ ২০ হাজার | এফএএস ফিন্যান্স | ৬ লাখ ৭০ হাজার |
এসএস স্টিল | ১ কোটি ৪৩ লাখ | প্রগতি লাইফ ইন্স্যুরেন্স | ৬ লাখ ৭০ হাজার |
বেক্সিমকো ফার্মা | ১ কোটি ১৮ লাখ ১০ হাজার | ফার্স্ট ফিন্যান্স | ৬ লাখ |
ব্যাংক এশিয়া | ১ কোটি ৯ লাখ ১০ হাজার | এসইএমএল লেকচার ইকুয়েটি ম্যানেজমেন্ট ফান্ড | ৬ লাখ |
অলিম্পিক | ১ কোটি ১ লাখ | কেপিসিএল | ৫ লাখ ৬০ হাজার |
সুহৃদ ইন্ডাস্ট্রিজ | ৮৮ লাখ ৬০ হাজার | ন্যাশনাল টিউবস | ৫ লাখ |
সামিট পাওয়ার | ৮১ লাখ | আমরা টেকনোলজি | ৫ লাখ |
এমএল ডায়িং | ৭৭ লাখ ৩০ হাজার | এডিএন টেলিকমে | ৫ লাখ |
সিনো বাংলা | ৫৫ লাখ ২০ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই।
এসএমজে/২৪/বা