Stock Market Journal

সপ্তাহজুড়ে দর কমার শীর্ষ কোম্পানিগুলো

এসএমজে রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের র্শীষ কোম্পানিগুলোর প্রথমেই রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ কমেছে ১৭ দশমিক ৩৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যবেক্ষণ করে এ তথ্য পাওয়া গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২১ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে এর সর্বমোট ৩২ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যার গড় প্রতিদিন ৮ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডায়িং। এর সর্বোচ্চ দর কমেছে ১৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ শেয়ার সর্বমোট ২৩ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়। যার গড় প্রতিদিন ৫ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে এমএল ডায়িং। এর সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির সর্বমোট ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যার গড় প্রতিদিন ২৮ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গেøাবাল ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নর্দার্ন জুট, সিলকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
এসএমজে/২৪/এমএইচ