Stock Market Journal

সতর্কতাই করোনামুক্তির বড় উপায়

সতর্কতাই করোনামুক্তির বড় উপায়

করোনাভাইরাস সংক্রমণ কবে শেষ হবে কেউ বলতে পারছেন না। বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আভাস দিয়েছে, পৃথিবী থেকে করোনাভাইরাস চিরতরে দূর হবে না। বিশ্ববাসীকে এই ভাইরাসের সঙ্গে লড়েই বেঁচে থাকা শিখতে হবে। করোনা এমন এক ভাইরাস যা পৃথবীব্যাপী কোটি কোটি মানুষের জীবন থেকে সুখ, স্বস্তি এবং আনন্দ কেড়ে নিয়েছে। দুনিয়াজুড়ে খবরদারি করতে অভ্যস্ত দেশগুলো সমরশক্তিতে বলীয়ান হলেও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় যে অতি দুর্বল সেটা প্রমাণ হয়েছে। সমরশক্তির শ্রেষ্ঠত্ব রোগ-শোকে মানুষের জীবন ছোট দেশ কিউবা যে স্বাস্থ্য ব্যবস্থায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সেটা সত্যিই বিস্ময়কর। ইউরোপ-আমেরিকা তাদের অর্থ-সম্পদ, জ্ঞান-বিজ্ঞানের এত বড়াই সত্ত্বেও যখন করোনাভাইরাসে বিধ্বস্ত হলো, তখন আমেরিকা বছরের বছর যুদ্ধ চালিয়ে যে দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল, সেই ভিয়েতনাম কী সফলভাবে করোনাভাইরাস মোকাবিলা করল কোনো প্রাণহানি ছাড়াই। করোনাভাইরাস বৈশ্বিক সমস্যা। করোনাভাইরাস প্রতিরোধের পথ-পদ্ধতি নিয়েও তাই পৃথিবীর সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের বেল এই ঐক্য আরও বেশি গুরুত্ব বহন করে। বিশেষ করে সতর্কতা হতে পারে আমাদের করোনা মোকাকিলার বড় উপায়। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত দেশগুলোর তুলনায় দৃর্বল। জনসংখ্যার বিচারে সেবা অপ্রতুল। তাই প্রত্যেকের সতর্কতাই এই সংকট উত্তরণে আমাদের সবচেয়ে বড় সহায় হতে পারে।