Stock Market Journal

সঠিক সময়ে শেয়ার কেনাবেচা করাটাও গুরুত্বপূর্ণ

কথায় আছে- ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।’ পুঁজিবাজারের ক্ষেত্রে এটি খুবই কার্যকর একটি বিষয়। বিনিয়োগকারীদের সঠিক সময়ে শেয়ার না কেনাও লসের একটা কারণ। সঠিক সময় বলতে সাধারণ বিনিয়োগকারী হিসেবে দেখা উচিত গত ছয় মাস বা এক বছরে শেয়ারের প্রাইসটা কোথায় ছিল। অনেক ওয়েবসাইট আছে যেখানে শেয়ারের এক বছর দুই বছরের তথ্য থাকে। যদি দেখা যায়, শেয়ারের প্রাইসটা পিক-এ আছে, অতীতে এত টাকার উপরে এই শেয়ারের দামটা ওঠেনি, আবার উঠলেও পড়ে গেছে এগুলোই পিক। ওই পিকে শেয়ার না কেনাই ভালো। এখন যিনি শুনে কেনেন, উনি তো কোনো ওয়েবসাইটে যান না, কোনো বিশ্লেষণও করেন না। এটা জটিল কিছু না। এটা সাধারণ মানুষকে বললেও বুঝতে পারবে- এই শেয়ারটা গত দুই বছরে একবার ১৮ টাকা উঠে পড়েছে, আরেকবার সাড়ে ১৮ টাকা উঠে আবার পড়েছে, তো সেই শেয়ারটাই পরে যদি ২৩-২৪ টাকা হয়, সেটা কেনার আগে ভাবতে হবে।

নতুন বিনিয়োগকারীদের অবশ্যই অতীতের দামের রেকর্ডটা একটু দেখ দরকার। যদি কোনো কোম্পানির ইপিএস খারাপ আসে, আর সাথে সাথে শেয়ার বিক্রি করে দেন, তাহলে এটা ভালো সিদ্ধান্ত হবে না।

এখন বিনিয়োগকারীদের উচিত ধৈর্য ধরে শেয়ার কেনা এবং অপেক্ষা করা।