Stock Market Journal

সঠিক পরিকল্পনা না থাকায় পুজিবাজারের সংকট কাটছে না

যেকোনো কাজের পেছনে সঠিক পরিকল্পনা থাকা চাই। কীভাবে কাজটি হবে, কেনো হবে এর একটা ছক আগে থেকে করেই এগোতো হয়। এটি সম্ভব হলে কাজটি ফলদায়ক হয়। আমাদের দেশে অনেক কাজই সঠিক পরিকল্পনা করে হয় না। অনেক সময় কর্তা ব্যক্তিদের ইচ্ছামাফিক কাজ হয়। এসব কাজে ক্ষতির আশঙ্কাকাই বেশি। দেশে পুজিবাজারের ক্ষেত্রেও এমনটি হচ্ছে। দীর্ঘ সময় ধরে বাজারে নিম্নমুখী। নানা ধরনের পদক্ষেপ নিয়েও পুজিবাজার চাঙ্গা করা যাচ্ছে না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বিশ্বব্যাপি অর্থনীতির মন্দা থাকলেও, এর অনেক আগে থেকে দেশের পুজিবাজার পতনমুখী ছিল। এ কারণে অনেক বিনিয়োগকারী বাজার থেকে বের হয়ে গেছেন। আবার অনেকে আটকে পড়েছেন। ফলে বাজার মন্দার কবলে রয়েছে। আবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকেও এই দুসময়ে পাওয়া যাচ্ছে না। তা হলে দাড়ায় কী, কেবল দর বাড়লেও সব সমাধান হয়ে যাবে এমনটি নয়। বাজারে যেসব দুর্বলতা রয়েছে এর মূল উৎপাটন করতে হবে। মানুষ যাতে আস্থা নিয়ে বিনিয়োগ করার সাহস পান তার ব্যবস্থা করাটা খুবই জরুরি। এখন  দেখা দরকার কথাগুলো সংশ্লিষ্টদের কাছে গুরুত্ব পাচ্ছে কিনা। আর এর জন্য দরকার সঠিক পরিকল্পনা।