Stock Market Journal

সঠিক দেখভাল থাকলে স্থিতিশীল পুঁজিবাজার সম্ভব

ঈদের ছুটির পর থেকে পুঁজিবাজার বেশ কয়েকদিন টানা চাঙ্গা ছিল। এরপর  দুইদিন সূচকে বড় ধরনের পতন হয়। তবে পতনের ধরন ছিল খুবই আগ্রাসী। এতে বিনিয়োগকারীদের মধ্যে পুরনো ভয় ফিরে আসতে পারে। এই বাজারকে স্থিতিশীল করতে হলে সঠিক তদারকি বা দেখভালের বিকল্প নেই।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যদি সঠিকভাবে নজরদারি অব্যাহত রাখে তা হলে অর্থনীতির অন্যতম সম্ভাবনা হিসেবে পুঁজিবাজার বিকশিত হবে। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। পাশপাশি শিল্পায়ন এবং বিনিয়োগে নতুন গতি সৃষ্টি হবে। করোনাপরবর্তী পুঁজিবাজারের জন্য এটি খুবই ইতিবাচক হতে পারে। করোনায় সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীও রয়েছেন। এসব বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে কিছুটা সাপোর্ট পেলে নিজেদের অবস্থার উন্নতি করতে পারবেন। আর এর সবকিছুই নির্ভর করছে পুঁজিবাজার কতটা স্থিতিশীলতা অর্জন করতে পারবে তার ওপর। তাই সংশ্লিষ্টরা যদি পুঁজিবাজারের সব ধনের অনিয়ম বন্ধ করতে পারেন, সেটিই হবে এ সময়ের সবচেয়ে বড় অগ্রগতি। যার জন্য দিনের পর দিন অপেক্ষায় রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।