Stock Market Journal

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শক্ত অবস্থানই কাম্য

পুঁজিবাজারে কিছুটা গতির সঞ্চার হয়েছে। এই গতি ধরে রাখতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শক্ত অবস্থানই কাম্য। বিশেষ করে এই মুহূর্তে আত্মতুষ্টিতে ভোগা ঠিক হবে না। বাজার একটি নির্দ্দিষ্ট মাত্রায় নিয়ে যেতে হবে। এখনই বাজার ঝুঁকিমুক্ত হয়ে গেছে, এমনটি ভাবার সুযোগ নেই। কারণ তহবিল দিয়ে বাজারে গতি আনা হয়েছে। মনে রাখা প্রয়োজন, একমাত্র তহবিল বরাদ্ধেই বাজারের সংকটের জন্য দায়ী নয়। আরও অনেক বিষয় রয়েছে। সেসব বিষয়ে এখনও তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সুতরাং বাজারকে নিরাপদ করার জন্য এখনও অনেক কিছু করার আছে। ধীরে ধীরে সেসব বিষয়ে মনোযোগ দিতে হবে। বিশেষ করে সব ধরনের অনিয়ম বন্ধ করা প্রয়োজন। অনিয়ম-কারসাজি চলতে থাকলে যে কোনো ধরনের তহবিল দেয়াই হবে ফুটো কলসে পানি রাখার মতো অবস্থা। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কঠোর অবস্থানে থাকতে হবে। যেকোনো ধরনের গাফিলতি বাজারের বর্তমান গতিশীল সম্ভাবনাকে নস্যাৎ করে দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের পর বাজারের মোড় ঘুরেছে। এটি ধরে রাখার দায়িত্ব এখন সংশ্লিষ্টদের। তাদেরই প্রমাণ করতে হবে, বাংলাদেশের পুঁজিবাজার অনিয়ম-কারসাজির অভয়ারণ্য নয়।