Stock Market Journal

সংঘস্বারকের অনুচ্ছেদ সংশোধন করবে স্ট্যান্ডার্ড ব্যাংক

এসএমজে ডেস্ক:

সংঘস্বারকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে সংশোধন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ইসলামী শরীয়াহ ধারায় ব্যাংক ব্যবস্থা পরিচালনা করতে চায় কোম্পানিটি। আর তাই কোম্পানিটি সংঘস্বারকের অনুচ্ছেদে সংশোধন করবে। শেয়ারহোল্ডার, বাংলাদেশ ব্যাংক এবং উচ্চ আদালতের অনমোদন নিয়ে ব্যাংক ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবে স্ট্যান্ডার্ড ব্যাংক।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণের জন্য আগামী ১৮ মে এজিএম ও ইজিএম করার আহ্বান করেছে। এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/বা