Stock Market Journal

শেয়ার দর বাড়ার যৌক্তিক কারণ থাকা দরকার

লেনদেন শুরুর পর থেকেই একটানা সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে চলেছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশনের। তাতে মাত্র আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় চার গুণ। এ মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিকই বলতে হবে।

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) কোম্পানিটির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছিল ১০ টাকা অভিহিত মূল্যে। সেই ১০ টাকা পুঁজিবাজারে এসে ৮ দিনে ২৯৪ শতাংশ বেড়ে গত বৃহস্পতিবার দিন শেষে দাঁড়িয়েছে ৩৯ টাকা ৪০ পয়সায়। প্রতিদিনই কোম্পানিটির শেয়ারের দিনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটছে। ১০ টাকার শেয়ার ৮ দিনে ৪০ টাকা হয়ে গেলেও কোম্পানিটির বোনাস বা স্টক লভ্যাংশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আমরা বলতে চাই দর বাড়ার সঠিক কারণ থাকতে হবে। না হলে পরে বিনিয়োগকারীদের পস্তাতে হবে। তারা বলতে চাই দীর্ঘ মন্দার কারণে এমনিতেই সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। এর মধ্যে কোনো ধরনের কারসাজি হলে তাদের আর বাজারের প্রতি আগ্রহ থাকবে না। এর ফলে শুধু বিনিয়োগকারীই নয় গোটা পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিষয়টি গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।