Stock Market Journal

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি

এসএমজে ডেস্ক:

শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস ও সিভিও পেট্রো কেমিক্যাল লিমিটেড।

কোম্পানি দুইটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কসের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ইফাদ অটোস গত ৬ জানুয়ারি লভ্যাংশ পাঠিয়েছে। আর যাদের লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমে পাঠানো যায়নি, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হবে। আর সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ গত ৯ জানুয়ারি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে ইফাদ অটোস ১০ শতাংশ নগদ ও সিভিও পেট্রোকেমিক্যাল ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিদুটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সকল শেয়ারহোল্ডারদের সম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা