Stock Market Journal

শেয়ারবাজার সম্পর্কে যোগ্য পথিকৃৎ ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে

পুঁজিবাজারকে দেখার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত দুর্বলতা রয়েছে কিনা সেটিও আগে বিবেচনায় আনায় প্রয়োজন। যখন যারা সরকারে গেছে তারা পুঁজিবাজারে কীভাবে দেখেছে এর একটি বিশ্লেষণ দরকার। সামনের দিকে এগিয়ে যেতে হলে এই বিশ্লেষণ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের সামগ্রিক অর্থনীতির আলোকে, শিল্পায়নের বিষয়টিও মাথা রাখা দরকার। এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ জরুরি। সবাইকে নিয়ে, অর্থাৎ সব মহলের মতামতকে আমলে নিতে হবে। বিশেষ করে আমাদের দেশে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, তাদেরকে সম্পৃক্ত করা লাগবে। আমাদের পুঁজিবাজারে এমনও দুয়েকজন আছেন যারা পথিকৃৎ, তাদের অনেক ভূমিকা আছে, তারা পুঁজিবাজার সম্পর্কে অনেক কিছুর উদ্ভাবক। আমরা মনে করি তাদেরকে মূল্যায়ন করা দরকার। কিন্তু দেখা গেছে আমাদের দলকানা সরকারগুলো, কেবল নিজিদের দলের মদদপুষ্টদের নিয়ে সব জায়গায় বসিয়েছে। যোগ্য মানুষদের মূল্যায়ন করেনি। এটি পুঁজিবাজারে জন্য খুবই খারাপ একটি দিক। এখন এগুলো নিয়ে কথা বলা দরকার। যারা পুঁজিবাজার উন্নয়নে গঠনমূলক ভূমিকা রেখেছেন তাদেরকে মূল্যায়ন কর দরকার। না হলে ইতিহাসের দায়মুক্তি ঘটবে না। এই প্রক্রিয়া শুরু করার এখনই সময়।