Stock Market Journal

শেয়ারবাজারে দৃশ্যমান উন্নতি নেই কেন

দেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে সরকার বদলের পর শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারী ও বাজার অংশীজনেরা নতুন আশায় বুক বেঁধেছিলেন। এ সময় বিএসইসির নেতৃত্বের বদল ঘটে। এরপর কেটে গেছে সাত মাস। এ সময়ে বাজার সংস্কারে যত পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে দেখা যাচ্ছে ধীরগতি। এর মধ্যে বিএসইসির শীর্ষ নেতৃত্ব বনাম কর্মকর্তাদের অন্তঃকলহ সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ফলে বিএসইসিতেই দেখা দেয় স্থবিরতা। সেই স্থবিরতার ভুক্তভোগী হচ্ছেন বিনিয়োগকারী ও অংশীজনেরা।

নিয়ন্ত্রক সংস্থাটির অভ্যন্তরীণ কলহ বা মনোমালিন্য ঘুচিয়ে এবং সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে না।

শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে সবারই কথার সুর এ রকম, সরকার বদলের পর ব্যাংক খাতে দৃশ্যমান যত উদ্যোগ দেখা গেছে, পুঁজিবাজার সেই তুলনায় অনেক পিছিয়ে। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে ব্যাংক খাতের প্রতি আমানতকারীদের হারানো আস্থা যতটা ফিরিয়ে আনতে পেরেছেন, বিএসইসির নেতৃত্ব সেটি পারেননি। ফলে বাজারে নতুন বিনিয়োগ যেমন আসছে না তেমনি পুরোনো বিনিয়োগকারীরাও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আর বিএসইসিও যেন অনেকটা অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে। এটি দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন।