করোনাভাইরাস পরিস্থিতি কেবল বাংলাদেশ নয় বৈশ্বিক সংকট। বিশ্বের অনকে সুপার পাওয়ার দেশও এই সংকট মোকাবিলায় নাকানি চুবানি খাচ্ছে। আমাদের মতো দেশের জন্য এটি আরো বড় চ্যালেঞ্জ। তাই শুধু সরকার নয়, এটি মোকাবিলায় পুরো জাতিকেই দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
করোনা সংক্রমণে ঝুকি কমিয়ে আনতে ইতোমধ্যে সরকার বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে দেশব্যাপী সাধারণ ছৃটি এবং কোনো কোনো এলাকায় লকডাউন। এ ধরনের পরিস্থিতি দেশবাসীর জন্য নতুন। তারপরও বিয়টি সবাই সমান দায়িত্বের সঙ্গে নিয়েছন বলে মনে হয় না। ছুটি দেয়া হয়েছে সামাজিক ভিড় এড়িয়ে ঘরে থাকার জন্য। গণমাধ্যমের বরাতে জানা যায় অনেকেই বিষয়টি মানছেন না। তারা দল বেঁধে আড্ডা দিচ্ছেন, নিজ নিজ গ্রামসহ বিভিন্ন পর্যটন এলাকায় বেড়াতেও গেছেন। পরে পরিস্থিতি খারাপ দেখে সরকার কিছু কিছু এলাকায় লকডাউন ঘোষণা করেছে। এতেও এক শ্রেণির মানুষের হুঁশ আসেনি। তারা সকারের নির্দেশনা ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি তোয়াক্কা না করে স্বাভাবিক সময়ের মতো প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বাইরে এসে ঘুরে বেড়াচ্ছন। এটি খুবই দুঃখজনক। এর ফলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এ নিয়ে আতংক বাড়ছে সচেতন মহলে।