সঠিক সুশাসনের মাধ্যমেই দেশের পুঁজিবাজারকে জঞ্জালমুক্ত করা সম্ভব। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন হওয়ার পর বেশকিছু পদক্ষেপ আমাদেরকে আশাবাদী করেছে। এসব পদক্ষেপ পুঁজিবাজারের জন্য স্বস্তিকর হতে পারে বলে আমাদের ধারণা। বিশেষ করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ধারাবাহিকতা বজায় থাকলে পুঁজিবাজার সচ্ছ করা সম্ভব।
অতীতেও মাঝে-মধ্যে লোক দেখানোভাবে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে, কিন্তু সেগুলো কাজে আসেনি। কারণ ওইসব পদক্ষেপের ধারাবাহিকতা ছিল না। কিন্তু বর্তমান কমিশনের প্রতি মানুষের কিছুটা আস্থা জন্মেছে। তাই আমরা বলতে চাই, শুধু বর্তমান নয়, অতীতের অনিয়মগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক। খুঁজে বের করা হোক কাদের গাফিলতির কারণে গত প্রায় দশ বছর ধরে পুঁজিবাজার মরি-মরি অবস্থায় ছিল। এই দীর্ঘ সময় পুঁজিবাজারের যে ক্ষতি হয়েছে, সেই গুরুত্ব অনুধাবন করে ব্যবস্থা নিতে পারলে ভবিষ্যতে দৃষ্টান্ত স্থাপন হবে। দেশের এত বড় সর্বনাশ যারা করেছে তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। তাহলে আমরা একটি উন্নত পুঁজিবাজারের চিন্তা করতে পারবো।