পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ। কোম্পানিগুলোর কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মনে করেছে, বিনা কারণে কোম্পানি দুইটির শেয়ারদর অতিরিক্ত বেড়েছে। যে কারণে কোম্পানি দুইটির শেয়ার নিয়ে ডিএসইর ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি।
ওই কোম্পানি দুইটি হচ্ছে- ইমাম বাটন এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
গত ০৮ জুন ইমাম বাটনের শেয়ারের দর ছিল ৭৯ টাকা ৪০ পয়সা। আর ৩০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৩১ টাকা ৮০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ৫২ টাকা ৪০ পয়সা বা ৬৬ শতাংশ বেড়েছে।
গত ০৭ জুন শাইনপুকুর সিরামেকসের শেয়ারের দর ছিল ৩৫ টাকা ২০ পয়সা। আর ৩০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫১ টাকা ৮০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ৪০ পয়সা বা ৬৭ শতাংশ।
এই ধরনের চিত্র প্রায়ই দেখা যায় দেশের পুঁজিবাজারে। এটি বাজার সম্পর্কে সন্দেহ তৈরি। তাই কেবল নোটিস দিয়ে এটি রোধ করা যাবে না। এর বিরুদ্ধে অন্যকোনো পদক্ষেপ নিতে হবে।