Stock Market Journal

শুধু জরিমানা নয়, কারসাজির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন

গত দশ বছরের যে কোনো সময়ের তুলনায় বর্তমান পুঁজিবাজার গতিশীল এবং ইতিবাচক। তারপরও বাজারের স্বচ্ছতা নিয়ে এখনও অনেক কিছু করার আছে। এর মধ্যে প্রথমেই আসে কারসাজির বিষয়টি। বাজার কখন কার মাধ্যমে প্রভাবিত হচ্ছে সেটি পরিস্কারভাবে বুঝতে হবে। যাতে বিনিয়োগকারীরা কোনো ধরনের ফাঁদে না পড়েন।

দেখা দরকার, কারসাজি প্রমাণিত হলেই কী হয়? অতীতে পুঁজিবাজারে যারা অনিয়ম করেছেন তাদের কী ধরনের শাস্তি হয়েছে? দেখা যাবে তাদেরকে জরিমানা করা হয়েছে। কারসাজি করে তারা যে পরিমাণ লাভবান হচ্ছেন, সে তুলনায় জরিমানা গুণছেন সামান্য। এতে কী কাজটি বন্ধ হবে, নাকি আরও উৎসাহিত হবে সেটিই ভাবার বিষয়। সামান্য আর্থিক জরিমানা দিয়ে পার পেয়ে যাওয়ার সক্ষমতা যাদের রয়েছে, তারা এই শাস্তিকে নস্যিই মনে করবে, এটাই স্বাভাবিক। এ কারণে আমরা বারবার বলে আসছি অন্তত দৃষ্টান্তমূলক হলেও অনিয়মকারীদের জেল দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে অন্য অনিয়মকারীরা কিছুটা হলেও সতর্ক হবেন বা ওই পথ থেকে সরে আসবেন। তা না হলে কেবল আর্থিক জরিমানা করে পুঁজিবাজারে অনিয়ম বন্ধ হবে না।