Stock Market Journal

শুধু আশ্বাস দিয়ে পুজিবাজারের সংকট দূর হবে না

বর্তমান পুঁজিবাজারে আরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে উদ্যোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। তিনি বলেন, আমরা পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করব।

সম্প্রতি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নির্বাহী কমিঢ. হাফিজ মুহম্মদ হাসান বাবু্ বলেন, আপনাদের মাধ্যমে আমরা যারা নতুন বোর্ডে এসেছি, তারা তাদের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারকে একটি সুন্দর অবস্থানে নিতে চাই। বিনিয়োকারীদের মধ্যে যেন কোনো হতাশা না থাকে। তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করব। আমরা এখন

এর আগেও কয়েকবার আমাদের পুঁজিবাজারে উত্থান-পতন হয়েছে, কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। তাতে আমাদের বিনিয়োগকারীরা যেন আতঙ্কিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশ বিভিন্ন সময় ঘুরে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি পুঁজিবাজার আবারও ঘুরে দাঁড়াবে।

তবে এর  জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে এই পরিস্থিতি পরিবর্তন হবে না। ‍