Stock Market Journal

শুধু অপ্রদর্শিত অর্থে পুঁজিবাজারের গতি ধরে রাখা সম্ভব নয়

চলতি বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে ইতিবাচ ব্যবস্থা রেখেছে সরকার। এটি আগেও ছিল। এরপরও পুঁজিবাজারের বহু ধসের নজির রয়েছে। তাই শুধু অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হলেই পুঁজিবাজার গতিশীল হবে, এমনটি নয়। এছাড়া দেখা দরকার আর কোন কোন খাতে এ অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে এবং সেখানে অবস্থা কী। আবার আসলে কতটা অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে আসছে, সেটিও যাচাই করা প্রয়োজন।

একটি বিষয় মোটামুটি স্পষ্ট, সেটি হচ্ছে পুঁজিবাজার থেকে অর্থ বের হয়ে গেছে। এই অর্থ ফিরিয়ে আনা এবং নতুন করে অর্থ প্রবেশের পথ সুগম করা জরুরি। যতগুলো মাধ্যমে পুঁজিবাজারে অর্থ প্রবেশ করে, সে মাধ্যমগুলোকে সক্রিয় করতে হবে। এখানে ‘মামা-চাচা’ হিসাব করার সুযোগ নেই। সঠিক উপায়ে বিষয়গুলো তদারকি করা প্রয়োজন। পুঁজিবাজারে অর্থ প্রবেশের ক্ষেত্রে অবাধ স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি। পুঁজিবাজারকেন্দ্রিক আইন ও নীতিমালার কঠোর প্রয়োগ এক্ষেত্রে ইতিবাচক হতে পারে। কারণ অতীতে দেখা গেছে সঠিক আইনি তৎপরতার অভাবে বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই শিক্ষা কাজে লাগিয়ে সামনে পথ চলতে হবে।